শ্রীলঙ্কাকে ফিফার নিষেধাজ্ঞা, অংশগ্রহণ করতে পারবে না খেলায়

২৫ জানুয়ারী ২০২৩

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ফিফার অভিযোগ জাতীয় ক্রীড়া ফেডারেশনের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার প্রতি শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিতভাবে হস্তক্ষেপ করে আসছিল। এর মধ্যে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশনও রয়েছে। এর ফলে এ নিষেধাজ্ঞা দিল ফিফা। এক নোটিশের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জানিয়ে দেয় সংস্থাটি।

 

এছাড়া এ মাসেই ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্ধারিত মান অনুযায়ী অনুষ্ঠিত হয়নি বলেও অভিযোগ ফিফার।

 

এক চিঠিতে রোববার ফিফা জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞার কারণে যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না শ্রীলঙ্কা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর