নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে ওয়ানযে ক্রিকেটের বিশ্বে শীর্ষ দল হলো ভারত। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার ৩৮৬ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জয়ের জন্য খেলতে নেমে ২৯৫ রানের বেশি করতে পারেনি কিউইরা। ফলে ৯০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
টস জিতে এদিন প্রথম ব্যাটে নামে ভারত। দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দু’জনে পাল্লা দিয়ে রান্না করতে থাকেন। দু’জনই সেঞ্চুরি করেন। একই ওভারে শতক পূরণ করেন তারা। ২১২ রানে আসে এ জুটি থেকে। এরপর তাণ্ডব শুরু করেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান করে ভারত। সর্বোচ্চ গিল ৭৮ বলে করেন ১১২ রান। আরেক ওপেনার রোহিত শর্মা করেন ৮৫ বলে ১০১ রান। এছাড়া পান্ডিয়া ৩৮ বলে ৫৪, কোহলি ২৭ বলে ৩৬, শার্দুল ১৭ বলে ২৫ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে ডাফি ও ব্লেয়ার টিকনার নিয়েছেন ৩টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন ব্রেসওয়েল।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন ফিন অ্যালেন। তবে পরের জুটি বেশ শক্তভাবেই ঘুরে দাঁড়ায়। দলীয় ১০০ রানের মাথায় ব্যক্তিগত ৪২ রানে ফেরেন নিকোলস। এরপর কনওয়ের সঙ্গে জুটি বাঁধেন ড্যারিল মিচেল। দু’জনের জুটি থামে ১৮৫ রানে। মিচেলকে ফেরান শার্দুল।
এরপর এক প্রান্তে কনওয়ে চেষ্টা করে গেছেন, তবে তাতে লাভ হয়নি। ষষ্ঠ ব্যাটার হিসেবে যখন আউট হলেন ততক্ষণে করেছেন ১০০ বলে ১৩৮ রান। এরপর ব্রেসওয়েলের ২২ বলে ২৬ ও মিচেল স্যান্টনারের ২৯ বলে ৩৪ কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন শার্দুল ও কুলদীপ যাদব। দুই উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং একটি করে উইকেট নিয়েছেন পান্ডিয়া ও উমরান মালিক।
আরআই