আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানী ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে, দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে, বিদ্যুত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করবে তারা। বুধবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে নতুন এ সমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পঞ্চম কর্মসূচি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। একটা নির্বাচনে তামাশা তৈরি করেছে। এ তামাশার নির্বাচন করতে দেওয়া হবে না। এ সরকারকে সরাতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, গ্যাস ও বিদ্যুতসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। মানুষ আর এ সরকারের শোষণ নিতে পারছে না। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ।
এমকে