বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের ব্যক্তিগত এ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গছে ১শ’ ৩৪ কোটি টাকা। ক্যারিয়ার শেষে ভবিষ্যতের সঞ্চয় হিসেবে জীবনের অর্জিত টাকাগুলো ব্যাংকে রেখেছিলেন। কিন্তু জীবনের অর্জিত প্রায় সব টাকাই হারালেন বোল্ট। তার টাকার হারানোর বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী লিনটন গর্ডেন।
তিনি জানিয়েছেন, ‘অবসরের পর রোল্ট তার প্রায় যাবতীয় সঞ্চয় একটি ব্যাংক এ্যাকাউন্টে রেখেছিলেন। সেই এ্যাকাউন্টের সাথে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা। ইনভেস্টমেন্ট ফ্রডের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমন খবরে ভেঙে পড়েছেন বোল্ট।’
জ্যামাইকার অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক বলেছেন, ‘পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে। সব স ত্যি সামনে আসবে। কিভাবে এ্যাকাউন্ট থেকে টাক গায়েব হলো তা বের করা হবে। এ চুরির টাকা কারা ভোগ করলো সেটাও দেখা হবে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’
যুক্তরাষ্ট্রের জ্যামাইকার বাসিন্দা উসাইন বোল্ট এখনও পর্যন্ত বিশ্বের দ্রুততম মানব। অলিম্পিকে ৯ বার স্বর্ণপদক জিতেছেন। ১১ বার হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন। তাকে সর্বকালের সেরা দ্যেঁড়বীদ হিসেবে বিবেচনা করা হয়।
আরআই