আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ

২৫ জানুয়ারী ২০২৩

বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিগত বছরটা বেশ ভালোই কাটিয়েছেন। বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে সিরিজ জয়ে তার অবদান ছিল অসামান্য। ভালো খেলার প্রতিদানও পেতে চলেছেন এ ক্রিকেটার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের একাদশে জায়গা রে নিলেন মিরাজ।

 

গেল বছর ১৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৬৬ গড়ে রান করেছেন ৩৩০। ব্যাটিংয়ের পাশাপাশি বলেও ভালো করেছেন তিনি। ২৪টি উইকেট ভরেছেন নিজের ঝুলিতে। সেরা পারফরমেন্স ছিল ২৯ রানে ৪ উইকেট। এছাড়া একটি সেঞ্চুরিও রয়েছে।

 

আইসিসির সেরা একাদশে অধিনায় হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে।

 

এক নজরে বর্ষসেরা ওয়ানডে দল:

বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।


মন্তব্য
জেলার খবর