সাদাকাতুল ফিতর নির্ধারণ

০৯ এপ্রিল ২০২২

চলতি বছরে জাতীয়ভাবে জনপ্রতি সাদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন ৭৫ টাকা আর সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা। ঈদুল ফিতর নামাজের আদায়ের আগে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে মুসলমানদের।

শনিবার (৯ এপ্রিল) সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ ফিতর নির্ধারণ হয়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এ ফিতর নির্ধারণ করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ সভায় সভাপতিত্ব করেন জাতীয়  সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমীন।

মহানবী (সা.) ও তাঁর সাহাবাদের সময়ে গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনও একটি দিয়ে এ ফিতর আদায় করা হতো। এখন এগুলোর পাশাপাশি পণ্যগুলোর যে কোনও একটি পণ্যের বাজার মূল্য দিয়েও আদায় করা হয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী সভায় সিদ্ধান্ত হয়, এসব পণ্য দিয়ে আদায় করার ক্ষেত্রে উন্নতমানের গম বা আটা দ্বারা ফিতর আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম (বাজার মূল্য ৭৫ টাকা), কিশমিশের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩শ গ্রাম (বাজার মূল্য ১ হাজার ৪২০ টাকা), খেজুরে এক সা’ বা ৩ কেজি ৩ শ গ্রাম (বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা) আর পনিরের ক্ষেত্রে এক সা’বা ৩ কেজি ৩শ গ্রাম (বাজার মূল্য ২ হাজার ৩১০ টাকা) প্রদান করতে হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর