সুবর্ণ কথা সাহিত্য ও সামাজিক সংগঠনের কমিটি গঠন

২৫ জানুয়ারী ২০২৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সুবর্ণ কথা সাহিত্য ও সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ইউবিএম গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সোহাগকে সভাপতি ও নেয়ামত উল্যাহ তারিফকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গত ২৩ জানুয়ারি ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের কেরানি বাজার পূর্ব চৌরাস্তা  এলাকায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির বাকিরা হচ্ছেন- সহসভাপতি মোহাম্মদ ছালেহ উদ্দিন ও প্রভাষক আবদুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, প্রচার সম্পাদক অতুল চন্দ্র নাথ, কোষাধ্যক্ষ একেএম ইব্রাহীম খলিল উল্যাহ, কার্যকরী সদস্য- সামছুদ্দিন সবুজ, আবুল কালাম ফয়সাল ও মো. রাফুল উদ্দিন। এ সংগঠনের উপদেষ্টা করা হয়েছে আবু জাফর মো. ওমর ফারুক, ফরহাদ হোসেন বাহার চৌধুরী, অধ্যাপক বেলায়েত হোসেন ও প্রভাষক নিজাম উদ্দিনকে।

 

দেলোয়ার হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর