দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। ভোট দেবেন সংসদ সদস্যরা। বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিধান অনুযায়ী নির্বাচনি কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিইসি।
তফসিলে বলা হয়েছে, সিইসির কার্যালয় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। সিইসি জানান, সংসদের অধিবেশন কক্ষে ভোটের আয়োজন করা হবে। নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম লিখে নিজের সই দিয়ে তা জমা দেবেন সংসদ সদস্যরা।
আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য হতে হয় না। রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এমকে