নির্বাচনের আগে নতুন সড়ক নির্মাণ করবে না সরকার

২৫ জানুয়ারী ২০২৩

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার নতুন করে আর কোনো সড়ক নির্মাণ করবে না। ডিসিদের এ কথা জানিয়ে দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তাদের উদ্দেশ্যে বলেছেন, এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে এবং সড়ক দুর্ঘটনা এড়াতে হবে।

বুধবার ( ২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকে এ নির্দেশনা দেন সেতুমন্ত্রী। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বৈঠক হয়। বৈঠকে সড়কে পরিবহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, এখন যে রাস্তা আছে তা মেরামত করে ব্যবহারযোগ্য করতে হবে। সড়ক সংরক্ষণ করা হবে প্রথম ও প্রধান কাজ। তিনি জানান, রাজধানীতে ছোট ছোট যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন জেলা শহরগুলোতে নজর দিতে হবে।

শহরে ও জেলা শহরে ছোট ছোট যানবাহন যানজটের সৃষ্টি করে, দুঘটনাও ঘটে। তাই মোটরসাইকেল, ইজিবাইক, নসিমন, করিমন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাই বলে গরীব মানুষের জীবিকার চাকা বন্ধ করা যাবে না। যতটা সম্ভব দ্রুত সময়ের মধ্যে এ ছোট যানবাহনগুলোর জন্য একটি নীতিমালা প্রনয়ণ করা, জানান ওবায়দুল কাদের।

 

এমকে


মন্তব্য
জেলার খবর