২০৩০ সালে তৈরি পোশাকে রফতানি লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলার

২৫ জানুয়ারী ২০২৩

২০৩০ সালে তৈরি পোশাকের রফতানির পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বলেছেন, দেশের পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করা প্রয়োজন। বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ঢাকায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় সফররত যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত তৈরী পোশাক ব্র্র্যান্ড প্রাইমার্ক অ্যান্ড অ্যাসোসিয়েটের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। ২০২২ সালে বাংলাদেশ ৪২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি করেছে। তিনি জানান, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। পোশাককর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পণ্যের মান এবং ডিজাইন আধুনিক করা হচ্ছে। বাংলাদেশ এখন চাহিদা মোতাবেক যে কোনো পরিমাণ পণ্য যথাসময়ে সরবরাহের সক্ষমতা অর্জন করেছে। মন্ত্রী টিপু মুনশী বলেন, প্রাইমার্ক আমাদের বড় ক্রেতা। এ পোশাক ব্র্র্যান্ড বাংলাদেশ থেকে আরও বেশি তৈরি পোশাক ক্রয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর