দক্ষিণ স্পেনের বন্দর শহর আলজেসিরাসের দুটি গির্জায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ হামলাকে সন্ত্রাসী ঘটনা আখ্যা দিয়েছেন। এদিকে আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে। একটি ফুটেজও প্রকাশ হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। খবর রয়টার্স।
শহরটির একজন মুখপাত্র জানান, বুধবার রাত ৮ টার পর শহরের কেন্দ্রস্থল আলজেসিরাসে সান ইসিদ্রো এবং নুয়েস্ত্রা সেনোরা দে লা পালমা গির্জায় এ ঘটনা ঘটে। দুটি গির্জার মধ্যে দূরত্ব ৩০০ মিটার।
নিহত ব্যক্তি নুয়েস্ট্রা সেনোরা দে লা পালমা গির্জার একজন স্যাক্রিস্তান দিয়েগো ভ্যালেন্সিয়া। সান ইসিড্রোর প্যারিশ চার্চের শীর্ষস্থানীয় পুরোহিত আন্তোনিও রদ্রিগেজ আহতদের মধ্যে রয়েছেন। তার অবস্থা গুরুতর বলে আলজেসিরাস শহরের মুখপাত্র জানিয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে একটি পুলিশ স্টেশনের মধ্য দিয়ে স্পোর্টস টপ পরা একজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তার নাম, পরিচয়, জাতীয়তাবাদ সম্পর্কে কিছুই জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে কালো পোশাক পরা এক ব্যক্তির হাতে থাকা অস্ত্রকে ছুরি বলে ধারণা করা হচ্ছে। এল মুন্ডো পত্রিকা জানিয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন।
আসিফ/এমকে