জার্মানিতে ট্রেনে ছুরিকাঘাত, নিহত ২

২৬ জানুয়ারী ২০২৩

উত্তর জার্মানির কিয়েল এবং হামবুর্গের মধ্যে ভ্রমণকারী একটি আঞ্চলিক ট্রেনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ছাড়াও গুরুত্বর এবং হালকা মিলে ৭ জন আহত হয়েছেন। ৩৩ বছর বয়সী হামলাকারী একজন ফিলিস্তিনি বলে জানানো হয়েছে। কি কারণে হামলা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়রি। খবর রয়টার্স

ডেনিশ সীমান্তের শ্লেউসিগ-হোলস্টেইন রাজ্যের পুলিশ জানিয়েছে, সামান্য আহত অবস্থায় হামলাকারীকে ব্রোকস্টেড গ্রামের একটি রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

তদন্ত দলের সূত্রের বরাত দিয়ে আঞ্চলিক সম্প্রচারকারী এনডিআর জানায়, আট বছর আগে গাজা থেকে জার্মানিতে আসা হামলাকারী ব্যক্তিটির কালো অতীত রয়েছে। হামলায় রাজনৈতিক কোনো যোগসাজশ নেই।

 

এমকে


মন্তব্য
জেলার খবর