ঢাকা কাস্টমসে চাকরি, আবেদন করা যাবে মাধ্যমিক পাসেও

২৬ জানুয়ারী ২০২৩

কিছু শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা। প্রতিষ্ঠানটি সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, সিপাই ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩। এদিন বিকাল চারটা পর্যন্ত আবেদন করা যাবে।

 

আবেদনের যোগ্যতা:

পদভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগবে আবেদন করতে। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েব সাইটের মাধ্যমে।

 

বয়সসীমা

২০২৩ সালের ২২ জানুয়ারি সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এতিম, প্রতিবন্ধী, আনসার-ভিডিপি প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।

 

যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল ও মেসেজের ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর