কিছু শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা। প্রতিষ্ঠানটি সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, সিপাই ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩। এদিন বিকাল চারটা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা:
পদভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগবে আবেদন করতে। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েব সাইটের মাধ্যমে।
বয়সসীমা
২০২৩ সালের ২২ জানুয়ারি সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এতিম, প্রতিবন্ধী, আনসার-ভিডিপি প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল ও মেসেজের ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আরআই