জনতা ও সোনালী ব্যাংকে বিশাল নিয়োগ

২৬ জানুয়ারী ২০২৩

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও জনতা ব্যাংকে ‘অফিসার (আইটি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠান দুটির এ পদে মোট ৪৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

 

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন:

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড  টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।   

 

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ এর অনুযায়ী ১৬,০০০-৩৮৬৪০ টাকা প্রদান করা হবে।

 

যেভাবে আবেদন করবেন:

প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের এ ওয়েবসাইটে (www.erecruitment.bb.org.bd) গিয়ে আবেদন করতে হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর