কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় দেওয়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর শর্টকাট কোনো পথ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মিয়ানমার সরকারকে বলা হয়েছে তাদের ফেরত নেওয়ার কথা। কিন্তু নেবে নেবে করে ছয় বছর পেরিয়ে গেলেও ফেরত নিচ্ছে না, তারা এখনো আন্তরিক নয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।
নতুন করে মিয়ানমারে সংঘাত বাড়ায় সমস্যাও বেড়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে বর্তমানে এ ব্যাপারে আমার কাছে কোনো সমাধান নেই। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন,আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আমরা তো ওদের মারতে পারি না। কিছু কিছু যখন আসে, তখন দেখার চেষ্টা করা হবে- সেটাকে কীভাবে দেখভাল করা যায়- যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এমকে