বাংলাদেশের ক্যাপিটাল অ্যাকাউন্ট উন্মুক্ত না হওয়ায় বাংলাদেশের অবস্থা কখনোই শ্রীলঙ্কার মতো হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, যারা এটা বলছেন— তারা হয় না জেনে বলছেন, না হয় উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছেন।
শনিবার (৯ এপ্রিল) ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের ইউনিটগুলোর নব সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচিতি সভায় বিষয়টি জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট উন্মুক্ত না হওয়ায় বাংলাদেশের কেউ ইচ্ছা করলেই শ্রীলঙ্কার মতো বিদেশে ডলার পাঠাতে পারবে না। শিক্ষা, চিকিৎসা- সব কাজে বিদেশে টাকা পাঠাতে হলে অ্যাকাউন্ট ওপেন করে তারপর পাঠাতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, শ্রীলঙ্কার বেশিরভাগ ঋণ অল্প সময়ে মেয়াদের আর কঠিন শর্তের। অধিক সুদহারে পরিশোধ করতে হচ্ছে। জাতীয় আয়ের তুলনায় ঋণের অনুপাত শতকরা ৬১ ভাগ। ফরেন কারেন্সি রিজার্ভ মাত্র ২ বিলিয়ন ডলার। অথচ বাংলাদেশের অধিকাংশ ঋণ দীর্ঘ মেয়াদী। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি। ঋণের অনুপাত শতকরা ১৪ ভাগ, রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার।
তিনি জানান, করোনার সংকট কাটিয়ে তৃণমূল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ভারসাম্যপূর্ণ পর্যায়ে রয়েছে এখন। দেশের কোথাও তেমন কোনও সংকট হয়নি। তাই অপপ্রচার করে লাভ নেই।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।
এমকে