পঞ্চগড়ে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

২৬ জানুয়ারী ২০২৩

পঞ্চগড় প্রতিনিধি:

বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রমটি প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় সদর উপজেলার শাখা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে সংগঠনটির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ,ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ,সাধারণ সম্পাদক হাফেজ মো.সোহেল রানা, শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুজন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক শাহপরান সুজনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

 

মো.সম্রাট হোসাইন/এমকে

 


মন্তব্য
জেলার খবর