ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ

২৬ জানুয়ারী ২০২৩

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপহার দিতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিসি সম্মেলনে। কারণ, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য ডিসিদের ভূমিকাই মুখ্য হবে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের সমাপণী দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসিদের বলা হয়েছে  একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন  দেশবাসী যেমন চাচ্ছে, তেমনি সারা বিশ্বও তাকিয়ে আছে। এ ব্যাপারে আপনাদের (ডিসি) ভূমিকাই মুখ্য হওয়ায় তৈরি থাকুন। তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। কাজেই নির্বাচনের সময় তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন তারা। তিনি জানান, নির্বাচনকালে মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবে। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন,তাদের কাছেই ন্যস্ত হবে  নিরাপত্তা বাহিনী।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর