প্রতিদিনি আমার জন্য কবর খোঁড়া হয়: ওবায়দুল কাদের

২৭ জানুয়ারী ২০২৩

প্রতিদিনি আমাকে অনলাইনে মেরে ফেলে। আমরা জন্য কবর খোঁড়া হয়, জানাজা হয়। অনলাইনে নিজের সম্পর্কে ছড়ানো প্রপাগাণ্ডা নিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের এ প্রসঙ্গে আরও বলেন- প্রপাগাণ্ডা কী, এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে? এতো নষ্ট রাজনীতি! রাত ২টায়ও সাংবাদিকরা ফোন করে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, জানতে চান- আমি সুস্থ আছি কিনা। কেন বললে জানান, আমরা (সাংবাদিকরা) শুনেছি- আপনি হাসপাতালে, অসুস্থ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর