মন্তব্য
প্রতিদিনি আমাকে অনলাইনে মেরে ফেলে। আমরা জন্য কবর খোঁড়া হয়, জানাজা হয়। অনলাইনে নিজের সম্পর্কে ছড়ানো প্রপাগাণ্ডা নিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের এ প্রসঙ্গে আরও বলেন- প্রপাগাণ্ডা কী, এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে? এতো নষ্ট রাজনীতি! রাত ২টায়ও সাংবাদিকরা ফোন করে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, জানতে চান- আমি সুস্থ আছি কিনা। কেন বললে জানান, আমরা (সাংবাদিকরা) শুনেছি- আপনি হাসপাতালে, অসুস্থ।
এমকে