মন্তব্য
সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে- সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটিও রোহিঙ্গা দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে তাদেরও বের করে দেওয়া হবে। শুক্রবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী এ সময় রাশিয়ার জাহাজের পণ্য বাংলাদেশে খালাস প্রসঙ্গেও কথা বলেন। জানান, মার্কিন নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি স্পার্টা-৩’ ওরফে ‘উরসা মেজর’ জাহাজটি পণ্য খালাস করতে পারেনি। এ কারণে ইকুইপমেন্ট পেতে দেরি হলেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ বন্ধ হবে না। চলমান থাকবে কাজ ।
এমকে