সিলেটের জয়রথ থামালো রংপুর

২৮ জানুয়ারী ২০২৩

টানা জয়রথে উড়তে ছিল সিলেট স্ট্রাইকার্স। সিলেটের মাটিতেই সেই দলকে পরাজয়ের স্বাদ দিল রংপুর রাইডার্স। শুক্রবার বিপিএলের সিলেট পর্বে প্রথম ম্যাচে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।

 

এদিন প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রানের পুঁজি গড়তে পারে সিলেট। টস ভাগ্যও পক্ষে ছিল না সিলেটের। হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শুরুটা হয় ইনিংসের দ্বিতীয় ওভারে টম ম্যুরকে দিয়ে। আজমতউল্লাহর বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ম্যুর। মাত্র ২ রান  করে বিদায় নেন তিনি। এরপর দুই অঙ্ক ছোয়ার আগেই নাজমুল হোসেন শান্তকে ফেরার মেহেদী হাসান। মাত্র ৯ রান করে বিদায় নেন তিনি।

 

দুই ওপেনারের বিদায়ের পর উইকেট হারানোর মিছিল শুরু করেযেন সিলেট। রানের খাতা খোলার আগেই বিদায় নেন জাকির হাসান, তৌহিদ ও মুশফিকুর রহিম। আজমতউল্লাহ ও মাহেদির বলে বোকা বনে আউট হন তারা। ১ রানে বিদায় হন আজমতউল্লাহ ও মাহেদি মিলে। হাসান মাহমুদের বলে আউট হন এ ব্যাটার। দলের বিপর্য় ঠেকানোর কিছুটা চেষ্টা করেন তিনি। তবে মাত্র ১১ টিকে ছিলেন ক্রিজে। এর মধ্যে তাকে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন হাসান মাহমুদ।

 

দলীয় ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে সিলেট। সে বিপর্যয় সামলে দলকে সম্মানজনক স্কোর এনে দেন ক্যাপ্টেন মাশরাফি ও তানজিম হাসান সাকিব। সাকিব ৩৬ বল মোকাবিলায় করেন ৪১ রান। মাশরাফি করেন ২১ বলে ২১ রানে। তাদের দুজনের ব্যাটিং নৈপূণ্যে ৯২ রানে থামে সিলেট।

 

জয়ের জন্য দরকার মাত্র ৯৩ রান। ছোট লক্ষ্য সামরে রেখে জয়ের জন্য বেশ আশাবাদী হয়ে ওঠে রংপুর। জয়ের জন্য রংপুরের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার রনি তালুকদার। ২১ বলে ১৮ রান করেন আরেক ওপেনার নাঈম। সমান ১৮ রান আসে নেওয়াজের ব্যাট থেকে। ১৫.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

 


মন্তব্য
জেলার খবর