জকোভিচের সামনে রেকর্ড গড়ার হাতছানি

২৮ জানুয়ারী ২০২৩

যুক্তরাষ্ট্রের টমি পলকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নোমান জকোভিচ। এ জয়ের ফলে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখছেন এ সার্বিয়ান তারকা। শুক্রবার  পুরুষ এককের সেমিফাইনালে টমি পলকে ৭-৫, ৬-১, ৬-২ গেমে হারান তিনি।

 

ফাইনালে যেতে খুব একটা কষ্ট করতে হয়নি জকোভিচকে। রড লেভার অ্যারেনায় প্রথম সেটে কিছুটা লড়াই হলেও পরের দুই সেট সার্বিয়ান তারকা জিতে নিয়েছেন সহজেই।

 

দিনের আরেক সেমিফাইনালে রাশিয়ার কারেন কাচানোভকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ গেমে হারান গ্রিক তারকা স্টেফানো সিৎসিফাস।

 

এবার শিরোপার জন্য লড়বেন সিৎসিফাস ও জকোভিচ। আগামী ২৯ জানুয়ারি মাঠে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনাল। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে অস্ট্রেলিয়ান ওপেনের।

 

শিরোপা মঞ্চে জকোভিচের সামনে রয়েছে রেকর্ড গড়ার হাতছানি। সিৎসিফাসকে হারাতে পারলেই পুরুষ এককে রাফায়েল নাদালের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন তিনি। এরই মধ্যে পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে আছেন সার্বিয়ান তারকা।


মন্তব্য
জেলার খবর