এশিয়ায় ক্যারিয়ারের শেষ দেখছেন রোনালদো!

২৮ জানুয়ারী ২০২৩

ক্যারিয়ারের দীর্ঘ সময় ইউরোপের বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের পাট চুকিয়ে এবার এশিয়ার ক্লাবে খেলতে এসেছেন। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছেন তিনি। বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারলেও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি সাথে দ্বৈরথের প্রীতি ম্যাচে জানান দেন যে তিনি ফুরিয়ে যাননি।

 

১৯ জানুয়ারি রিয়াদ অলস্টার্স একাদশের হয়ে মেসি-নেইমার-এমবাপ্পেদের গড়া ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ৫-৪ গোলর পরাজয়ের ম্যাচে দুই গোল করে ম্যাচসেরা মুকুটও ছিনিয়ে নেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এরপর ক্লাবের হয়েও অভিষেক হয়ে গেছে আটত্রিশ বছরে পা দেওয়া রোনালদোর। যেখানে নিজে গোল করতে না পারলেও তার দল ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে। এ জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে তার ক্লাব আল নাসর।

 

যদিও সৌদি সুপার কাপে রোনালদোরাআল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। এদিন ক্লাবের হয়ে গোল তো করতে পারেননি, উল্টো বেশ সহজ একটি সুযোগ পেয়েও নষ্ট করেন দলের সবচেয়ে বড় এ তারকা।

 

এশিয়ার এ ক্লাবটি থেকেই ক্যারিয়ার ইতি টানবেন রোনালদো। ক্লাবের এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আল নাসরে ক্লাবে থেকেই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এ তারকা। সৌদির ক্লাবটির সাথে রোনালদোর চুক্তির মেয়াদ যখন শেষ, হবে ততদিনে ৪০ এর ঘরে পা দেবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। পরে যদি রোনালদো খেলা চালিয়ে যান, তাহলে সেটি আল নাসরের হয়েই খেলবেন। এমনটাই বিশ্বাস রিয়াদভিত্তিক এ ক্লাবটির।

 

 


মন্তব্য
জেলার খবর