দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনাল ম্যাচের পর বিদায়ের খবর জানালেন তিনি। সানিয়া বলেন, “আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মেলবোর্নে। আর তাই ক্যারিয়ার শেষের জন্য এরচেয়ে ভালো জায়গা আর হয় না।”
ঘরের ঘরনীর ক্যারিয়ার শেষের ঘোষণায় আপ্লুত হয়েছেন স্বামী শোয়েব মালিক। সামাজিক মাধ্যমে এক আবেগ ঘন পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন তার অনুভূতি। প্রিয়তমা স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বর্তমানে শোয়েব বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলায় ব্যস্ত আছেন। সেই ব্যস্ততার ফাঁকে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে স্ত্রীকে নিয়ে আবেগঘন টুইট করেন তিনি।
টুইটে শোয়েব লিখেছেন, খেলাধুলার জগতে সব নারীদের কাছে তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিস জীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনেও এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিস জীবনের জন্য অনেক শুভেচ্ছা।:
শুক্রবার সকালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি স্ট্রেট সেটে হেরে যান ব্রাজিলের লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোসের কাছে।