চীনে পণ্য রফতানি অব্যাহত রাখবে এএসএমএল

২৮ জানুয়ারী ২০২৩

গত বছরের মতো এবারও চীনে রফতানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপের অন্যতম সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার এএসএমএল হোল্ডিং। নিরাপত্তা শংকা ও বাণিজ্য বিরোধের কারণে চীনে রফতানি বন্ধে যুক্তরাষ্ট্র সব দেশকে চাপ দিয়ে আসছে। এর মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানালো প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়নার।

২০২৩ সালে চীনে পণ্য রফতানির মাধ্যমে ২২০ কোটি ইউরো আয়ের আশা প্রকাশ করেছে এএসএমএল। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডসের মধ্যকার আলোচনায় যেন চীনের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা কার্যকর না হয় সে বিষয়টিও দেখছে প্রতিষ্ঠানটি। কেননা এর ফলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর তৈরিতে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (ইইউভি) মেশিনের প্রয়োজন হয়। আর এএসএমএল এটি তৈরিতে সিদ্ধহস্ত। কেননা বিশ্বে আর কোনো কেউ এ মেশিন তৈরিতে সক্ষম নয়। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, স্যামসাং থেকে শুরু করে ইন্টেল ও অন্যান্য অনেক প্রতিষ্ঠান এএসএমএলের লিথোগ্রাফি মেশিনের ওপর নির্ভরশীল।

এক সাক্ষাৎকারে এএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ওয়েন্নিক বলেন, যেসব ব্যবসা সেমিকন্ডাক্টরের ওপর নির্ভরশীল তাদের যেন ক্ষতি না হয় সেটি বিবেচনা করে ডাচ্ সরকার নিষেধাজ্ঞা আরোপ করবে সেটাই আমার প্রত্যাশা। তিনি আরো বলেন, ভূ-রাজনৈতিক বিভাজন ও বাণিজ্য বিধিনিষেধ সেমিকন্ডাক্টর শিল্পে আরো জটিল পরিবেশ তৈরি করতে পারে। ফলে পণ্যের দাম আরো বাড়বে ও সরবরাহ কমবে।


মন্তব্য
জেলার খবর