স্মার্টফোনের আনছে কোকা-কোলা

২৮ জানুয়ারী ২০২৩

কোমল পানীয়র জন্য কোকা-কোলা পুরো বিশ্বে পরিচিত। শিগগিরই প্রতিষ্ঠানটি স্মার্টফোনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। মূলত ভারতের বাজারে নিজেদের প্রথম স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এ বহুজাতিক প্রতিষ্ঠান। টিপস্টার মুকুল শর্মা এ তথ্য জানিয়েছেন। খবর লাইভমিন্টের।

আগামী মার্চে ডিভাইসটির আত্মপ্রকাশ হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ও প্রযুক্তিবিদরা। টুইটারে দেয়া এক পোস্টে মুকুল হেয়ার ইজ দি অল নিউ কোলোফোন লিখেন। এছাড়াও চলতি প্রান্তিকেই সেলফোনটি ভারতের বাজারে আসবে বলেও জানান। ডিভাইসটির ‍উন্নয়নে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কোকা-কোলা কাজ করছে বলেও জানা গেছে।। গুঞ্জন রয়েছে রিয়েলমি ১০ ৪জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে কোকা-কোলার সেলফোনটি বাজারে আসতে পারে।

মুকুল শর্মা ফোনটির একটি ছবিও টু্ইটে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, ফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। পেছনের কভারে লালচে রঙের শেডও রয়েছে। রিয়েলমি ১০ ৪জি ফোনের সঙ্গে কোকা-কোলার স্মার্টফোনটির মিল পাওয়া যাবে বলে ভাবছেন অনেকেই।


মন্তব্য
জেলার খবর