পূর্ব জেরুসালেমের একটি উপাসনালয়ে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। শহরের নেভ ইয়াকভ এলাকায় স্থানীয় সময় ২০টা ১৫ মিনিটে নাগাদ এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
পুলিশ হামলাকারীকে সন্ত্রাসী হিসাবে বর্ণনা করেছে এবং নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে। পূর্ব জেরুসালেমের শুফাত শরণার্থী শিবিরের একজন ফিলিস্তিনি ব্যক্তি হিসেবে তাকে শনাক্ত করা হয়।
ঘটনাস্থলে বক্তৃতা দেয়ার সময় ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই এ হামলাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ একটি ঘটনা বলে অভিহিত করেছেন। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা সংহতিতে ইসরায়েলি জনগণের সাথে দাঁড়িয়েছি।’ অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি এক টুইট বার্তায় বলেন, হলোকাস্ট মেমোরিয়াল ডে এবং শাবাতের সময় উপাসনালয়ে উপাসকদের ওপর আক্রমণ ভয়ঙ্কর। আমরা ইসরায়েলি বন্ধুদের পাশে আছি।
হলোকাস্ট মেমোরিয়াল ডে হলোকাস্টের শিকারদের স্মরণ করে। জার্মানিতে যখন নাৎসি শাসন চলছিল তখন ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। পুলিশ এবং ফরেনসিক দলগুলি একটি সাদা গাড়ির তদন্ত করছে। ধারণা করা হচ্ছে নিহত বন্দুকধারী সেটি চালিয়ে ঘটনাস্থলে এসেছিল। ঘটনার পরপরই, ইসরায়েলের বিতর্কিত উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী, ইতামার বেন-গভির, হামলার স্থান পরিদর্শন করেন।