নগদ অর্থবিহীন সমাজব্যবস্থা গঠনে ও বৈদেশিক লেনদেনে ফি বাঁচাতে মাস্টারকার্ড এবং ভিসার মতো আফ্রিগো নামে দেশীয় কার্ড স্কিম চালু করেছে নাইজেরিয়া। গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গডউইন এমফিয়েল এক ঘোষণার মাধ্যমে এ কথা জানান। ২০২১ সালের অক্টোবরে আফ্রিকার প্রথম ডিজিটাল মুদ্রা ই-নাইরা চালুর পর এ ঘোষণা দেয়া হলো। খবর আল-জাজিরার।
গভর্নর ভার্চুয়ালি এ স্কিম চালুর কথা জানিয়ে বলেন, ‘নাইজেরিয়াতে আফ্রিগ্রো স্কিম কার্ডে পেমেন্টের ক্ষেত্রে অনুপ্রবেশ কয়েক বছর ধরে বেড়েছে, তবুও অনেক নাগরিককে বাদ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, চীন, রাশিয়া, ভারত এবং তুরস্কের সঙ্গে যুক্ত হয়ে নাইজেরিয়া এ কার্ড চালু করে। নাইজেরিয়ার কেন্দ্রীয় ও অন্যান্য ব্যাংক আফ্রিগো কার্ডটির মালিকাধীন। আফ্রিগো দেশীয় গ্রাহকদের সাশ্রয়ী করার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প অবস্থান তৈরি করবে বলেও জানান গভর্নর।
নাইজেরিয়া, আফ্রিকার বৃহত্তম অর্থনৈতিক দেশ। দেশটিতে ২০০ মিলিয়নেরও বেশি লোক রয়েছে। যাদের বেশিরভাগই এখনও নগদ অর্থ ব্যবহার করেন। দেশটির গ্রামীণ অঞ্চলে কোনো ব্যাংক নেই। প্রত্যন্ত অঞ্চলকে এ প্রক্রিয়ার আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে প্রচারণা চালায়।