মৃত্যু ১, শনাক্ত ১০

২৮ জানুয়ারী ২০২৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১জন মারা গেছেন, রোগটি শনাক্ত হয়েছে ১০জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন। শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৬। নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ১৫৩টি। নতুন ও পুরানো মিলে পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৫৫টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪২ জন, সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন। শনাক্তের হারের গড় ১৩ দশমিক ৩৭।

এমকে

 


মন্তব্য
জেলার খবর