স্মরণকালের বড় জনসভা হবে রাজশাহীতে: ওবায়দুল কাদের

২৮ জানুয়ারী ২০২৩

রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীতে আওয়ামী লীগের যে জনসভা হবে, সেটা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ঐতিহাসিক মাদরাসা মাঠে এ জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, গত ১৪ বছরে সারা দেশের মতো বদলে গেছে রাজশাহীও। এখন  দেশের বৈপ্লবিক উন্নয়ন দৃশ্যমান। উন্নয়ন-অর্জনের বদলে যাওয়া দৃশ্যপটের ওপর গুরুত্ব দিয়েই জনসভায় বক্তব্য দিবে শেখ হাসিনা। এছাড়া  জনসভা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে রাজশাহীবাসীর সমর্থন জানতে চাইবেন শেখ হাসিনা, এমনটাই বলেছেন ওবায়দুল কাদের।

 

এমকে


মন্তব্য
জেলার খবর