দেশের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিায়ক তিনি। সর্বাকালের সেরা অধিনায়কও বলা হয় তাকে। তার ক্যারিশমাটিক নেতৃত্বে বাংলাদেশ সেরা জয়গুলো উপহার পেয়েছে। জাতীয় ক্রিকেট দল থেকে অবসর নিলেও খেলা ছাড়েননি তিনি। চলমান বিপিএলে সিলেটের নেতৃত্ব দিচ্ছেন এ ক্রিকেটার।
শনিবার বিপিএলে নিজের শততম ম্যাচ খেলে ফেললেন তিনি। এবারের বিপিএলের ২৮ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এ শততম ম্যাচটি খেলেছেন মাশরাফি। এর আগে শততম ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলতি আসরেই এ রেকর্ড গড়লেন তারা।
২০১২ সাল থেকে শুরু হয় বিপিএলের যাত্রা। শুরু থেকেই খেলছেন তিনি। ১০০টি ম্যাচের মধ্যে ৯৭টিতেই নেতৃত্ব দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। ১০০ ম্যাচের মধ্যে ৬১ ম্যাচে জয় তুলে নিয়েছেন। অধিনায়ক হিসেবে চারবার বিপিএলের শিরোপা এনে দিয়েছেন দলকে। ৯৭টি উইকেট নিয়েছেন। আর রান করেছেন ৫৩৯।
আরআই