আজকের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ: প্রধানমন্ত্রী

২৯ জানুয়ারী ২০২৩

তার সরকার দেশের দারিদ্রসীমা ৪০ থেকে ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে  উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা- সব ভাতা দিয়ে যাচ্ছে। রোববার (২৯ জানুয়ারি) বিকালে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় এ সব কথা বলেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল।

শেখ হাসিনা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনও মানুষ গৃহহীন থাকবে না, না খেয়ে কষ্ট পাবে না। সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে তার সরকার। দেশের চলমান উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান এ সময় শেখ হাসিনা। বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন কিনা ওয়াদা চাই। এ সময় মাঠে স্লোগানাসহ ভোট দেওয়ার অঙ্গীকার করেন  আওয়ামী লীগের নেতাকর্মীরা । এদিকে জনসভার শুরুর  আগে ২৬টি প্রকল্প উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

 

এমকে


মন্তব্য
জেলার খবর