জাতিকে অশান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

২৯ জানুয়ারী ২০২৩

বর্তমান সরকার পুরো জাতিকে একটি অশান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নেতারা মুখে এক, কাজে আরেক। জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে তাদের চরিত্র।

রোববার (২৯ জানুয়ারি) রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ১২-দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার পতনের জন্য চলমান আন্দোলন, দেশের বর্তমান পরিস্থিতিসহ ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ১২-দলীয় জোটের সঙ্গে আলোচনা হয়েছে। চলমান আন্দোলনে অন্যান্য দল শরিক হওয়ায় এতে নতুনমাত্রা যোগ হয়েছে বলেও মনে করছেন তিনি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর