রাজনৈতিক সঙ্কটের মধ্যেই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১০ এপ্রিল ২০২২

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটসহ চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই শাহীন-৩ মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

 

বিবৃতিতে আরও বলা হয়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার মূল লক্ষ্য ছিল অস্ত্র ব্যবস্থার বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত পরিমিতিগুলোকে পুনরায় যাচাই করা। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দুই হাজার ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে।

 

এদিকে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট এড়াতে পিটিআই সরকারের তুমুল প্রচেষ্টা সত্ত্বেও আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের পার্লামেন্টে তার ভাগ্য নির্ধারণী অধিবেশন শুরু হয়। নানা নাটকীয়তা আর তৃতীয়বারের মতো মুলতবি হয়ে যাওয়া এই অধিবেশন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরুর কিছুক্ষণ পর ইশার নামাজের জন্য আবারও স্থগিত করা হয়েছে।

সর্বশেষ পাওয়া খবরে পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন চতুর্থবারের মতো মুলতবি করা হয়েছে। ইশার নামাজ শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এই অধিবেশন শুরুর কথা রয়েছে।


মন্তব্য
জেলার খবর