মন্তব্য
পঞ্চগড় প্রতিনিধি:
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো.গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। পঞ্চগড় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উদ্যোগে সোমবার (৩০ জানুয়ারী) বিকালে পঞ্চগড়- ঢাকা মহাসড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শামছুজ্জামান প্রকৌশলীর উপর হামলাকারী সাহাবুদ্দিনসহ হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শাস্তি না হলে আরো কঠিনতম আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় পঞ্চগড় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ,সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মো.সম্রাট হোসাইন/এমকে