ঢাকায় জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ

৩০ জানুয়ারী ২০২৩

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত অফ বা অনলাইন- কোনোভাবেই মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি করা যাবে না ঢাকায়। নির্দেশনা অমান্য করে কোন ব্যবসায়ী এ পানি বিক্রি করলে সেই দোকান সীলগালা করে দেওয়া হবে। এ ছাড়া ফেসবুক পেজের মাধ্যমেও জমজম কূপের পানি বিক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করবে। সোমবার (৩০ জানুয়ারি) অধিদফতরের প্রধান কার্যালয়ে এক সেমিনারে বিষয়টি জানান অধিদফতরটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান।

অধিদফতরটির মহাপরিচালক জানান, যতটুকু জানা গেছে- জমজমের পানি বিক্রির আইনি কোন বৈধতা নেই। তারপরও বিষয়টি যাচাই-বাছাই সাপেক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বড় উদ্বেগের বিষয় হচ্ছে, সৌদি সরকার এটা জানলে আমাদের দেশের ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এমনকি বাংলাদেশিদের জন্য জমজমের পানি নিয়ে আসা বন্ধও হয়ে যেতে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর