নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এখন এতো উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেছেন, অনির্বাচিত কাউকে দিয়ে দেশের উন্নয়ন হয় না, এটি প্রমাণিত সত্য। সোমবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজউকের ১১টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন।
তার সরকারের সময়ে দেশের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল যুগের বাংলাদেশ, স্যাটেলাইট যুগের বাংলাদেশ। পরমাণু শক্তির সঙ্গেও যুক্ত হতে পেরেছি আমরা। আমরা পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎও তৈরি করছি- যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৭-০৮ সালের পর রূপকল্প ২১ ঘোষণা দিয়ে আমরা সরকার গঠন করি। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। তিনি বলেন, সারাবিশ্ব যখন অর্থনৈতিক মন্দায়, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, করোনা অতিমারি, যুদ্ধ, স্যাংশন তখন এ দেশে যেন সেই হাওয়াটা না লাগে, সে জন্য এরইমধ্যে নিজেদের খাদ্য উৎপাদনে মনোযোগী হয়েছি আমরা। সবাইকে আহ্বান করেছি— এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে- যোগ করেন প্রধানমন্ত্রী।
এমকে