দেশে স্থিতিশীলতা বিরাজ করছে: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারী ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনার ফলে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ কারণে দেশে স্থিতিশীলতা বিরাজ করছে। তাই এখন আর অনির্বাচিত ব্যক্তি অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করতে পারছে না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও এর ওয়ার্ড কাউন্সিলরসহ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন।

 ‘মার্শাল ল’ জারির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতে দেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছে। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে  সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে গণতন্ত্রকে সুসংহত করেছে তার সরকার। তিনি জানান, এ গণতন্ত্র হচ্ছে জনগণের শক্তিকে আরও দৃঢ় করা এবং ক্ষমতায় কারা যাবে জনগণই যেন সেটা নির্ধারণ করতে পারে তা নিশ্চিত করা। তার সরকারের টানা ৩ মেয়াদে ২০০৯ থেকে ২০২৩ বাংলাদেশ বদলে গেছে- যোগ করেন তিনি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর