মন্তব্য
ঈদ করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্ভাব্য তারিখ ২৫ এপ্রিল; এরপর জুনের শেষে ফের উড়াল দিবেন এ নায়ক। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র ও ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু এসব জানিয়েছেন।
দেশে ঈদ করে জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। এছাড়া সেখানের একটি আয়োজনের অতিথি হবেন। বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এ সিনেমার সহপ্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে গ্রিন কার্ডের আবেদন করেছেন। সবশেষ মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল।