হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন নিয়ে আলোচনা চলছে: প্রধানমন্ত্রী

০১ ফেব্রুয়ারী ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সাগরের পানি থেকে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন একটা নতুন ধারণা। এ বিষয়ে যে সব কোম্পানি প্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে আলোচনা চলছে। সম্ভব হলে মাতারবাড়ি, মহেশখালী বা বাঁশখালীতে এ বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা হবে। বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে  এ কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গে সরকার প্রধান বলেন,  বিশ্বের কোনও কোনও দেশে সমুদ্রের জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা যেমন ব্যয়সাপেক্ষ, তেমনই বাণিজ্যিকভাবে ফলপ্রসূ হয়নি। ব্যয়সাপেক্ষ হওয়ায় এ ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কোনও পরিকল্পনা সরকারের এ মুহূর্তে নেই।

 

এমকে


মন্তব্য
জেলার খবর