১৯৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে জানুয়ারিতে

০১ ফেব্রুয়ারী ২০২৩

জানুয়ারি মাসের পুরো সময়ে দেশে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশি মুদ্রায় বিনিময় করলে (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ হাজার কোটি টাকা। গত কয়েক মাসের তুলনায় রেমিট্যান্স পাঠানোর হার  জানুয়ারিতে বেশি। বুধবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এসেছে। প্রতি মাসের মতো এ মাসেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত) ৭ মাসে রেমিট্যান্স এসেছে মোট ১ হাজার ২৪৫ কোটি ২১ লাখ মার্কিন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর