বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব টিএসসিতে

০২ ফেব্রুয়ারী ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আবারও শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’। রোববার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে পর্দা উঠবে এ উৎসবটির। এরই ধারাবাহিকতায় চলছে শেষ সময়ের প্রস্তুতি।

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকর্মী সুমন্ত সরকার অর্পন গণমাধ্যমকে বলেন, প্রতিবারের মতো এবারও একটি পরিচ্ছন্ন চলচ্চিত্র উৎসব উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে প্রায় সব কাজই সম্পন্ন। এ বছর ২২টি বাংলা ভাষার ছবি দেখানোর পরিকল্পনা আছে।

 

তিনি আরও বলেন, বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এ উৎসবে এবার বেশকিছু আলোচিত সিনেমা দেখতে পারবেন দর্শক। এরমধ্যে রয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ক্যালকাটা, সাঁতাও, বল্লভপুরের রূপকথা, শিল্প শহর স্বপ্নলোক, হাওয়া, মানিক বাবুর মেঘ, শিমু, দামাল ও বিউটি সার্কাস এর মতো সিনেমা।

 

জানা গেছে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী টিএসসি প্রাঙ্গণে এ উৎসবটি চলবে।


মন্তব্য
জেলার খবর