বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় দুটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও চার জন আহত হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের তিনপুকুর এলাকায় ও রোববার সকাল ৭টার দিকে দুপচাঁচিয়ার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার আর দুপচাঁচিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই জায়গায় দুইজন করে মারা যায়। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে।
শাহজানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, উপজেলার মাদলা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুই শিশু ও এক নারীসহ ছয়জন আহত হয়। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ দু’জন মারা যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে, দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির জানান, বগুড়া স্টেডিয়াম এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ ও তার সংঙ্গী সিরাজগঞ্জ জেলা শহরের আলমদিয়া এলাকার গাজী আবু সাঈদের ছেলে সোয়েব মাহমুদ মোটরসাইকেল যোগে বগুড়া যাচ্ছিল। দুর্ঘটনা এলাকায় সান্তাহারগামী একটি ট্রাকের সাথে ধাক্কা খায় তারা। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। দুপচাচিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে