রংপুরে শনিবার (৪ ফেব্রুয়ারি) সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এদিকে একই সময়ে সমাবেশের ঘোষণা দিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। জায়গা আলাদা হলেও একই দিনে প্রধান রাজনৈতিক দুই দলের সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনার শঙ্কা দেখা দিয়েছে স্থানীয় জনমনে। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এদিন রংপুর নগর এবং এর আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় এ সমাবেশ করবে বিএনপি। অপরদিকে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে দুই দলের পক্ষ থেকেই গণসংযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতারা।
মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তাদের সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে- দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক প্রমুখ। সমাবেশ সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সমাবেশে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকদের যোগ দেওয়ার কথা রয়েছে।
অপরদিকে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় প্রমুখ। পাশাপাশি দলের নেতা-কর্মীরা সেখানে সমবেত হবেন।
এমকে