বেড়েছে ডিমের দাম, চাল মিলছে না ৫০ টাকার নিচে

০৩ ফেব্রুয়ারী ২০২৩

সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে, এক সপ্তাহের ব্যবধানে ডিমের হালিতে দাম বেড়েছে তিন শতাংশের বেশি। এদিকে বাজারে মোটা চালও ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না প্রতি কেজি, বিক্রি হচ্ছে ৫৪-৫৫ টাকা দরে। আগের তুলনায় বেড়েছে রসুনসহ বেশ কয়েকটি মসলা পণ্যের দাম।

টিসিবির হিসাবে, গত সপ্তাহে ফার্মের ডিমের হালি ৪৫ টাকা থাকলেও এ সপ্তাহে এসে বিক্রি হচ্ছে ৪৭ টাকা। ব্যবসায়ীদের তথ্য বলছে, বাজারভেদে সরু মিনিকেট চাল ৬৮-৭৫ টাকা, ৬০ থেকে ৬২ টাকা দরে মাঝারি মানের বিআর২৮, ভালো মানের নাজিরশাইল ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। কেজিতে ৩০ টাকা বেড়ে আমদানির নতুন রসুন রাজধানী ঢাকায় বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। আগে যে শুকনো মরিচের কেজি বিক্রি হতো ১০০ থেকে ১৫০ টাকায়, এখন সেটার দাম ৬০০ টাকা ছাড়িয়েছে। রমজানের আগে সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে এখন ১২০ টাকা দরে। চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজিরও, প্রায় প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে আগের থেকে ৮ থেকে ১০ টাকা বেশি দরে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর