ঢাকায় হলিউডের ‘মেগান’

০৪ ফেব্রুয়ারী ২০২৩

নির্মাতা জেরার্ড জনস্টনের বৈজ্ঞানিক কল্পকাহিনী-নির্ভর ভৌতিক সিনেমা ‘মেগান’। সম্প্রতি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সিনেমাটি।

 

সিনেমার কাহিনী একটি পুতুলকে ঘিরে। আর পর্দায় সেই পুতুলের কাণ্ড দেখতে হলে ভিড় করছেন দর্শকেরা। সাধারণ দর্শকের পাশাপাশি সিনেমাটির বেশ প্রশংসা করেছেন সমালোচকরাও। সিনেমায় মেগান চরিত্রে দেখা গেছে অভিনেতা অ্যামি ডোনাল্ড ও অভিনেত্রী জেনা ডাভিসকে। মেগানের নির্মাতা জেমা চরিত্রে অ্যালিসন উইলিয়ামস ও তার ভাগ্নি কেডি চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ম্যাকগ্রো।

 

মাত্র এক মাসের ব্যবধানে প্রায় ১২ গুণ অর্থ আয় করেছে এ সিনেমাটি। পুরোনো এসব খবরকে ছাড়িয়ে গেছে নতুন এক খবরে। জানা গেছে, এবার আসছে ঢাকায় মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে দেখা মিলবে পুতুলের কাণ্ড নির্ভর এ সিনেমাটি।


মন্তব্য
জেলার খবর