আ. লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

০৪ ফেব্রুয়ারী ২০২৩

বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে রাজধানীর নয়া পল্টনসহ সারাদেশের ১০ বিভাগে সমাবেশ করছে বাংলাদেশ বিএনপি। শনিবার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

 

সমাবেশ শুরুর আগে রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসতে শুরু করে নেতাকর্মীরা। একইভাবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে সকাল ১০টার পর মিছিল নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় নেতা-কর্মীদের বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়।

 

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিপুল মানুষের সমাবেশ হওয়ায় পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এ কারণে অন্য রাস্তাগুলোতে যানজট দেখা যায়।

 

এর আগে ২৪ ডিসেম্বর ৯ বিভাগীয় শহরে এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল, ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি এবং ১৬ জানুয়ারি বিভাগীয় শহরে বিক্ষোভ-সমাবেশ করে বিএনপি।

 

আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিষ্ট ও স্বৈরাচারি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থেকে না যাবে, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের দাবি আদায় হবে, ততদিন আন্দোলন চলমান থাকবে। তাদেরকে সরাতে হবে। আমরা আন্দোলনের মাধ্যমেই এ স্বৈরাচার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। গণতন্ত্র ফিরিয়ে আনব।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর