এবার লেখক রূপে চিত্রনায়ক ফেরদৌস

০৪ ফেব্রুয়ারী ২০২৩

বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। সাবলীল অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। এখনো পর্যন্ত কাজ করেছেন ১২১টি সিনেমায়। এর মধ্যে ছিল বেশকিছু ব্যবসা সফল সিনেমা ও জনপ্রিয় সিনেমা।

 

তবে এবার নতুন রূপে ধরা দিলেন এ জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার লেখা প্রথম বই ‘এই কাহিনি সত্য নয়’। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক আনিসুল হক বলেন, এটা লেখকের নিজের জীবনের কাহিনি নিয়ে লেখা। যদিও লেখক এটা বলেছেন নিজের জীবনের নয়। আমি চাই পাঠকরা পড়ে বিষয়টি জানুক। আমার স্ত্রী বলেছেন বই পড়ে অনেক ভালো লেগেছে। বইটি পড়ে তিনি মুগ্ধ হয়েছেন।

 

ফেরদৌস আহমেদ বলেন, আমার লেখা প্রথম বই এটি। আমার লিখতে ভালো লাগে তাই আমি লেখার চেষ্টা করি। বইটি প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে। ‘এই কাহিনি সত্য নয়’ বইটিতে কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার সময়ের স্মৃতি ও এর সঙ্গে কিছু কল্পনা নিয়ে লেখা হয়েছে। আমি আমার জীবনের স্মৃতি লিখেছি। চোখের সামনে ঘটে যাওয়া কিছু দৃশ্যের কথা লিখেছি। কিন্তু আমি মনে প্রাণে চাই আমার কল্পনার এই কাহিনি যেন সত্য না হয়।


মন্তব্য
জেলার খবর