ইউক্রেনকে লেপার্ড ১ ট্যাংক দিচ্ছে জার্মানি

০৪ ফেব্রুয়ারী ২০২৩

ইউক্রেনকে ৮৮টি লেপার্ড ১ ট্যাংক দিচ্ছে জার্মান সরকার। এ খবর দিয়েছে ডেইলি সাবাহ। এর আগে জার্মান সংবাদমাধ্যম সুদডয়চে জাইতুং জানিয়েছিল, জার্মান অস্ত্র নির্মাতা রেইনমেটালের পক্ষ থেকে কিয়েভের কাছে ৮৮টি পুরনো লেপার্ড ট্যাংক বিক্রির অনুমোদন দিয়েছে সরকার। তবে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট এক প্রেস ব্রিফিংয়ে ট্যাংকের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও  ইউক্রেনে লেপার্ড ১ ট্যাংক রফতানির অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৮৮টি পুরনো লেপার্ড ট্যাংক মেরামত শেষে কিয়েভের কাছে হস্তান্তর করা হবে।  মেরামতের পেছনে ব্যয় হবে ১০০ মিলিয়ন ইউরো। 

এ দিকে সরকারের এ সিদ্ধান্ত ইউক্রেনকে ট্যাংক দেওয়ার বিষয়ে জার্মানির নীতির পরিবর্তনকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ঘোষণা দিয়েছিলেন,কিয়েভকে এক কোম্পানি লেপার্ড ২ ট্যাংক সরবরাহ করা হবে। কিন্তু লেপার্ড ১ রফতানির সিদ্ধান্তসরবরাহ জটিলতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ লেপার্ড ১ ট্যাংক আর উৎপাদন হয় না।  তাই এর গোলা লেপার্ড ২ ট্যাংকের তুলনার ভিন্ন ক্যালিবারের।

এর আগে মিত্র ও অংশীদারদের চাপের মুখে গত সপ্তাহে জার্মানি ঘোষণা দেয়, ইউক্রেনকে ৮০টি লেপার্ড ২ ট্যাংক সরবরাহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে তারা। এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর জোটের প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজেদের থাকবে ১৪টি ট্যাংক।

 

এমকে


মন্তব্য
জেলার খবর