নবম বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে কুমিল্লা। ১৯ ওভার খেলে ৬ উইকেটে জিতেছে কুমিল্লা। এর আগে ফিল্ডিংয়ে নেমে চট্টগ্রামকে ১৫৬ রানে বেধে রেখেছিল কুমিল্লা। শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ হয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যালেঞ্জ এখন পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করা। কারণ সেরা দুইয়ে থাকলে ফাইনালে উঠার সুযোগ পাওয়া যাবে দু’বার। আর দারুণ এ জয়ের মধ্যে দিয়ে সেই পথে এগিয়ে গেল কুমিল্লা।
টুর্নামেন্ট শুরুর পর টানা তিন ম্যাচ পরাজিত হলেও সে জায়গা থেকে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। পরের ৭ ম্যাচে জয় পাওয়া কুমিল্লার পয়েন্ট এখন ১৪। ওদিকে ১০ ম্যাচ শেষে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের পয়েন্টও ১৪। সমান ম্যাচ খেলে ৮ ম্যাচে জয় পেয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।
এমকে